মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ ব্যুরো ::

ময়মনসিংহের নান্দাইলে নিজ এলাকায় বৃহত্তর ময়মনসিংহের রাজনীতির বাতিঘর, রাষ্ট্রভাষা আন্দোলনে ময়মনসিংহে গঠিত সংগ্রাম কামটির সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধে ভারতে ময়মনসিংহ অঞ্চলের বেসামরিক কমান্ডার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ মোঃ রফিক উদ্দিন ভূইয়া’র ২৭ তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে “জননেতা রফিক উদ্দিন ভূইয়া আদর্শ বাস্তবায়ন পরিষদ ময়মনসিংহ” এর উদ্যোগে ময়মনসিংহ নগরীর গোলকীবাড়ি কবর স্থানে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণের পাশাপাশি তাঁর আত্মার মাগফেরাত কামনায়
মোনাজাত করা হয়।

পরে বিকেলে নান্দাইল বাসস্ট্যান্ড রোড এলাকায় “জননেতা রফিক উদ্দিন ভূইয়া আদর্শ বাস্তবায়ন পরিষদ ময়মনসিংহ” এর আহ্বায়ক ইদ্রিস আলী ভূইয়া’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মরহুমের আত্নার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here