রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি :: ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফান এর ক্ষয়ক্ষতি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিশেষ বরাদ্ধ (জি.আর) এর চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষয়ক্ষতি হয়া পরিবারে  মাঝে এই চাল বিতরণ করা হয়।
জানা যায়, ইউনিয়নের ৩শত ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে এর মধ্যেই দক্ষিণ সাকুচিয়া  ৩শ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিশেষ বরাদ্ধের চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ও ট্যাগ অফিসার তরিকুল ইসলাম, দক্ষিণ সাকুচিয়ার ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোহরলাল চক্রবর্তী, ৮নং ইউপি সদস্য শাহাজাহান বেপারী প্রমুখ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here