মধুসূদন পদক পেলেন নির্মলেন্দু গুণ ও সৈয়দ মনজুরুল ইসলামজাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) প্রতিনিধি :: মহাকবি মধুসূদন পদক-২০১৭ এর পদক পেলেন কবিতায় কবি নির্মলেন্দু গুণ ও কথা সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩ তম জন্মবার্ষিকী ও সপ্তাব্যাপী মধু মেলার সমাপনী দিনে বৃহষ্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এ পদক কবি নির্মলেন্দু গুণ এর হাতে তুলে দেন।

সৈয়দ মনজুরুল ইসলাম অসুস্থতাজনিত কারণে উপস্থিত হতে না পারায় তার পক্ষে পদক গ্রহণ করেন কবি মারুফুল ইসলাম।

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির আম্রকাননে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩ তম জন্মবার্ষিকী ও সপ্তাব্যাপী মধু মেলার সমাপনী দিনে মেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক ড.হুমায়ুন কবীরের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার এমপি, পদক প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। প্রধান অতিথি ওবায়দুল কাদের মহাকবি মধুসূদন পদক-২০১৭ এর পদক তুলে দেন কবিতায় কবি নির্মলেন্দু গুণ ও কথা সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলামকে। সৈয়দ মনজুরুল ইসলাম অসুস’তাজনিত কারণে উপসি’ত হতে না পারায় তার পক্ষে পদক গ্রহণ করেন কবি মারুফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল আহম্মেদ এমপি, অ্যাডভোকেট মনিরুল ইসলাম এমপি, স্বপন ভট্টাচার্য এমপি, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদীউজজ্জামন, যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শহীদ আবু সারোয়ার, উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, আমজাদ হোসেন লাভলু, সিরাজুল ইসলাম মঞ্জু, ঘোষ সনৎ কুমার, কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইুসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন প্রমুখ।

অনুষ্ঠান শুরুর পুর্বে মন্ত্রী ওবায়দুল কাদের মধুমঞ্চে মহাকবির মুর‌্যাল উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here