দেশজুড়ে চলছে, মৃদু শৈত্য প্রবাহ। এতে উত্তরাঞ্চলের পরিস্থিতি আরও খারাপ। পঞ্চগড় ও লালমনিহাটে তিন বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছুয়েছে। যাতে ব্যাহত হচ্ছে, স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়াবিদরা বলছেন, এ অবস্থা থাকবে আরও কয়েকদিন। তবে, তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা নেই।

এ সময় তাপমাত্রা কম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু, পৌষের শেষে, মাঘে শুরুতেই হঠাৎ-ই কমেছে তাপমাত্রা। হিমালয় থেকে নেমে আসা ঠাণ্ডা বাতাসে আরো ভয়াবহ অবস্থা দেশের উত্তরাঞ্চলে।

পঞ্চগড় ও লালমনিহাটে তিন বছরের মধ্যে সবচেয়ে কম, ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এমন কনকনে শীতে ব্যহত হচ্ছে, স্বাভাবিক জীবন যাত্রা।

আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা তেমন একটা না কমলেও, শৈত্য প্রবাহ থাকবে, আরো কয়েক দিন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here