earth queqইউনাইটেড নিউজ ডেস্ক :: জাপানের উত্তর উপকূলে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্পের পর মঙ্গলবার সকালে ছোট আকারের সুনামি আঘাত হেনেছে।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগ ও জাপানের আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। দেশটির পূর্বাঞ্চলীয় ইওয়েতের মিয়াকো উপকূলে মঙ্গলবার স্থানীয় সময় আটটা ৪৭ মিনিটে চার ইঞ্চি (১০ সেন্টিমিটার) উঁচু ঢেউ আঘাত হেনেছে।
ঢেউয়ের উচ্চতা ৩ দশমিক ৩ ফুট পর্যন্ত হতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটা ছয় মিনিটে মিয়াকো থেকে ২১০ কিলোমিটার পূর্বে সাগরের ১০ কিলোমিটার গভীরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।

জাপানের আবহাওয়া বিভাগ ভূমিকম্পটি ছয় দশমিক নয় রিখটার স্কেলে আঘাত হেনেছে বলে উল্লেখ করেছিল। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে স্থানীয় অন্তত ১৯ হাজার লোককে সরে যেতে বলেছে। ২০১১ সালে দেশটিতে আঘাত হানা সুনামিতে ১৮ হাজারেরও বেশী লোক মারা যায়। এটির আঘাতে ফুকুশিমার একটি পরমাণু প্রকল্পে দুর্ঘটনা ঘটে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here