আসাদুজ্জামান সাজু।

লালমনিরহাট: ‘ভুয়া’ মুক্তিযোদ্ধাদেরকে যাচাই-বাচাইয়ের আওতায় আনার জন্য অভিযোগ করে বিপাকে পড়েছে এক মুক্তিযোদ্ধা। আবুল হোসেন নামে ওই মুক্তিযোদ্ধা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের কমান্ডারের দায়িত্বে আছেন। তিনি নিজের জীবনে নিরাপত্তা চেয়ে রোববার হাতীবান্ধা থানায় একটি জি ডি করেছেন।

মুক্তিযোদ্ধা আবুল হোসেন জানান, ১৯৮৭ সালে হাতীবান্ধায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ১৪৯ জন। বর্তমানে ৩২৪ জন মুক্তিযোদ্ধা সরকারী সম্মানি ভাতা তুলছে। তাই শতাধিক ভাতা ভূক্ত মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করে তাদেরকে যাচাই-বাছাইয়ের আওতায় আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় তাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়ার পাশাপাশি অভিযোগ প্রত্যাহারের চাপ সৃষ্টি করছে।

হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বিষয়টি আমি জেনেছি। ওই মুক্তিযোদ্ধা এনিয়ে হাতীবান্ধা থানায় জি,ডি করেছেন।

হাতীবান্ধা থানার ও সি রেজাউল করিম বলেন, মুক্তিযোদ্ধকে হুমকি দেয়ার ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here