ভুল অপারেশনআল-মামুন, (খাগড়াছড়ি প্রতিনিধি) নাজিরহাট থেকে ফিরে :: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন নাজিরহাটে রমরমা ডায়াগনষ্টিক সেন্টার, ল্যাব ও ক্লিনিকের ফাঁদে ফেলে চিকিৎসা দেওয়ার নামে এক প্রসূতি গৃহবধুর ভুল সিজারে মৃত্যুর ঘটনা ঘটেছে।

নাটিরহাট ঝংকার’এ অবস্থিত ইউনাইটেড ল্যব এন্ড মেটারনিটি ক্লিনিকে এ অপমৃত্যুকে ধামা চাপা দিতে মরিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক ও স্থানীয় রাজনৈতিক স্বার্থনীশি মহল।

স্থানীয় সুত্রে জানা যায়, নাজিরহাটের কতুবশাহার বাড়ীর এ গৃহবধুর শ্বাশুরালয়ের লোকজন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ঐ গৃহবধুকে স্থানীয় নাটিরহাট ঝংকার এ অবস্থিত ইউনাইটেড ল্যব এন্ড মেটারনিটি ক্লিনিকে নিয়ে যায়।

শনিবার গৃহবধুকে ভূল সিজার করিয়ে বাচ্ছা প্রসব কারনে তার মৃত্যু হলে কর্তৃপক্ষ দায় এড়াতে লাশ অন্যত্র রেফারের চেষ্টা করলে পরিবার লোকজন জানতে পারলে ঘটনাটি প্রকাশ পায়। এ পর্যায়ে প্রতিষ্ঠানটির শেয়ারদারসহ প্রভাবশালীরা মিলে ঘটনাটি ধামা চাপা দিতে বর্তমানে মরিয়া হয়ে উঠেছে।

অভিযোগ উঠেছে ইতিমধ্যে টাকার বিনিময়ে স্থানীয় সরকার দলের নেতাকর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করে ঘটনাটি চাপা দিয়ে নিহতের পরিবারকে অর্থের বিনিময়ে মেনেজ করার চেষ্টা অব্যাহত রেখেছে।

এদিকে সচেতন মহলেরও দাবী একটি জীবনের ইতি টেনে দুটি জীবনের বাতি নিবিয়ে দেওয়ার দাম কি স্বল্প অংকের টাকায় যতেষ্ট। তবে এ সমাজ-আইনী ব্যবস্থার মুল্যায়ন কতটুকু ? নিহত গৃহবধুর পিত্বালয় চট্টগ্রামের ফটিকছটির সুন্দরপুর বলে জানা গেছে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here