বাংলা প্রেস, নিউ ইয়র্ক থেকে :derailment- W verginia: যুক্তরাষ্ট্রের ওয়েষ্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হলে এতে আগুন ধরে যায়। স্থানীয় সময় সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় নিয়ন্ত্রণহীন আগুনের কারণে পার্শ্ববর্তী দুটি শহরের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। এখবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস। ওয়েষ্ট ভার্জিনিয়ার ষ্টেটের একটি সূত্র জানিয়েছেন, ট্রেনটি প্রায় ১৪টি বগিতে আগুন ধরে গেছে এবং একটি বগি কানাওহা নদীতে ডুবে গেছে। ট্রেনের একটি বগির নিচে একটি বাড়ি চাপা পড়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রেল কোম্পানি সিএসএক্স এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিদগ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবৃতিতে আর কারো আহত হওয়ার কথা জানানো হয়নি। স্থানীয় সময় দুপুর দেড়টায় এ দুর্ঘটনার পর সংলগ্ন এডেনা ও বোমার শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। দুর্ঘটনাস্থলের অল্প কিছুদূর থেকে ড্যারেন ম্যাকগুফিন নামের এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানিয়েছেন, বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নদীর একপাশে আধ মাইল জায়গাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি। ওয়েষ্ট ভার্জিনিয়ার নিরাপত্তা ও সামরিক বিষয়ক কর্মকর্তা লরেন্স মেসিনা জানিয়েছেন, যে বগিটি ডুবে গেছে তা থেকে তেল নদীতে চুঁইয়ে পড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে মন্টেগোমারির নিকটবর্তী গ্রামীণ, কয়লা খনির ওই এলাকার উদ্দেশে রাজ্যের জরুরি বিভাগ ও পরিবেশ বিভাগের কর্মকর্তারা রওয়ানা হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার ঘন্টাখানেক পর ‘ওয়েস্ট ভার্জিনিয়া আমেরিকান ওয়াটার’ কোম্পানি ঘটনাস্থলের তিন মাইল দূরে অবস্থিত তাদের একটি পানি শোধনাগার বন্ধ করে দিয়েছে। এই শোধনাগার থেকে ২,০০০ ক্রেতাকে পানি সরবরাহ করা হতো বলে জানিয়েছেন কোম্পানির মুখপাত্র লরা জর্ডান। পশ্চিম ভার্জিনিয়া একটি শীতলকালীন ঝড় মোকাবেলা করছে। ভারী তুষারপাতে কোথাও কোথাও পাঁচ ইঞ্চি তুষার জমে গেছে। তুষারের কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। দুই ইঞ্জিনের ট্রেনটিতে ১০৯টি বগি ছিল। ট্রেনটি উত্তর ডাকোটা থেকে ভার্জিনিয়ার ইয়র্কটাউনে যাচ্ছিল। তবে উদ্ধারকাজ ও দুর্ঘটনার কারন অনুসন্ধানের কাজ চলছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here