ইমরান খান

স্টাফ রিপোর্টার :: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা অঞ্চলে আত্মঘাতী গাড়ি বোমা হামলার প্রতিশোধ নিতে নয়াদিল্লি হামলা চালালে ইসলামাবাদও কার্যকর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ সতর্কবার্তা দেন।

গত বৃহস্পতিবার ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে (সিআরপিএফ) টার্গেট করে তাদের গাড়ি বহরে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। এতে প্রায় অর্ধশত নিরাপত্তারক্ষী নিহত ও অনেকে গুরুতর আহত হন। গত কয়েক দশকের মধ্যে ভারতীয় বাহিনীর ওপর এই অঞ্চলে এটি সবচেয়ে ভয়াবহ গাড়িবোমা হামলা।

কাশ্মীর ইস্যুতে ভারতকে সহযোগিতা ও সংলাপের মাধ্যমে সুযোগ দেয়ার কথা জানিয়ে ইমরান সতর্ক করে বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে হামলার পদক্ষেপের ব্যাপারে ভারতকে সতর্ক করে দেওয়া হয়েছে। তবে ভারত হামলা চালাতে পাকিস্তানও প্রতিশোধ নিতে দ্বিধা করবে না।’

হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানানোর পেছনে ব্যাখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বলেন, ‘হামলার পরপরই আমি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে চেয়েছিলেন। কারণ দীর্ঘদিন ধরেই ভারতে সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের মদদ আছে বলে অভিযোগ করে আসছে দিল্লি। কিন্তু এসময় সৌদি আরবের ক্রাউন প্রিন্সের অতি গুরুত্বপূর্ণ সফর ছিল। আমাদের একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে হয়েছে, যার জন্য আমরা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছি। সেজন্য আমি তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানানোর সিদ্ধান্ত নেই। যাতে সৌদি প্রিন্সের সফর থেকে আমাদের মনোযোগ সরে না যায়।’

‘সৌদি প্রিন্স চলে গেছেন। এজন্য আমি এখন প্রতিক্রিয়া জানাচ্ছি। এবং এই বার্তা ভারত সরকারের জন্য,’ যোগ করেন তিনি।

ভারত সরকারের উদ্দেশে ইমরান বলেন, ‘সবার আগে আপনারা কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করেন। আপনারা কখনই চিন্তা করেননি যে, এই হামলায় পাকিস্তানের কি লাভ হবে?’

‘সৌদি ক্রাউন প্রিন্সের অতি গুরুত্বপূর্ণ সফরের সময় কোনো বোকাও এ ধরনের নাশকতামূলক কাজ করতে পারে?’ এমনকি তিনি (ক্রাউন প্রিন্স) সফরে না আসলেও, পুলওয়ামায় হামলা করে পাকিস্তানের কি লাভ হবে?,’প্রশ্ন করেন তিনি।

ইমরান আরও বলেন,‘পাকিস্তান স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে। আমরা ১৫ বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছি। ৭০ হাজার পাকিস্তানি তাদের জীবন দিয়েছেন, সন্ত্রাসবাদ হ্রাস পাচ্ছে, শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে ─ এ পর্যায়ে কাশ্মীরে হামলা করে আমরা কী লাভ পেতে পারি?’

নয়াদিল্লিকে উদ্দেশ করে তিনি বলেন ‘আমি স্পষ্টভাবে আপনাদের বলতে চাই, এটি নতুন পাকিস্তান। আমরা নতুনভাবে চিন্তাভাবনা করছি। আমরা বিশ্বাস করি যে, আমাদের নিজেদের স্বার্থে অন্য দেশে সন্ত্রাসী হামলা চালানোর জন্য আমাদের ভূমি ব্যবহার করা হয় না। আমরা চাইনা বাইরের কেউ এখানে এসে সন্ত্রাসী হামলা চালনা করুক। আমরা স্থিতিশীলতা চাই।’

‘আজ আমি ভারত সরকারকে একটি প্রস্তাব দিতে চাই। পাকিস্তান যে এই হামলার সঙ্গে জড়িত এ বিষয়ে যদি আপনাদের কোনো গোয়েন্দা তথ্য থাকে, তাহলে তা আমাদের দিন। আমি নিশ্চয়তা দিয়ে বলছি, আমরা ব্যবস্থা নেব। কারণ তারা (হামলাকারীরা) তখন পাকিস্তানের শত্রু বলেই বিবেচিত হবে,’ যোগ করেন তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here