ডেস্ক রিপোর্ট:: করোনাভাইরাসের টিকা দিতে গিয়ে পৃথিবীর সবচেয়ে প্রবীণ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। ভারতের জম্বু-কাশ্মীরের বারামুলার বাসিন্দা রেহতী বেগম গত বুধবার (২ জুন) করোনার টিকা নিতে টিকাদান কেন্দ্রে গেলে স্বাস্থ্যকর্মীদের নজরে আসে বিষয়টি। পরে এ নিয়ে শুরু হয় হইচই।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, রেশন কার্ডে জন্মতারিখ হিসেবে রেহতী বেগমের বয়স এখন ১২৪ বছর। তবে রেশন কার্ড ছাড়া তার এই বয়স প্রমাণের আর কোনো নথি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে প্রবীণ হিসেবে মর্যাদা পান জাপানের কানি তানাকা। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী তার বয়স ১১৮ বছর। এর আগে বিশ্বে সবচেয়ে প্রবীণ হিসেবে রেকর্ড ছিল ফ্রান্সের জ্যাঁন কালমেন্টের। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে তার মৃত্যু হয়। তবে ভারত সরকারের নথি অনুযায়ী রেহতী বেগমের বয়স ১২২ হলেও গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে তার কোনো স্বীকৃতি নেই।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here