নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে জঙ্গিদের অবৈধ উপায়ে ঢুকতে উৎসাহ দিচ্ছে পাকিস্তান। শুধু তাই নয়, ভারতে অনুপ্রবেশ করে হামলা চালাতে পারলে প্রত্যেক জঙ্গিকে এক কোটি টাকা করে পুরস্কার দেয়ারও ঘোষণা করেছে ইসলামাবাদ।

এছাড়া ফিদায়েঁ বিস্ফোরণে মারা গেলে জঙ্গিদের পরিবারকে মোটা অর্থের ক্ষতিপূরণ দেবে পাকিস্তান।

সংবাদসংস্থা এএনআইয়ের কাছে এই বিস্ফোরক তথ্য ফাঁস করেছে পাক অধিকৃত কাশ্মীরের ‘জম্মু ও কাশ্মীর আমান ফোরাম’-এর নেতা সর্দার রইস ইনকিলাবি।

তিনি বলেছেন, ‘হামলা চালাতে জঙ্গিদের ভাড়া করছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকতে পারলে জঙ্গিদের এক কোটি টাকা করে ইনাম দিচ্ছে ইসলামাবাদ। জঙ্গিদের বলছে, গায়ে বোমা বেঁধে ঢুকে যাও ভারতে। ‘

পাকিস্তানের জঙ্গি নীতির পর্দা ফাঁস করে দিয়ে ইনকিলাবি আরও জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রশাসন যে যে জঙ্গি গোষ্ঠীদের পাকিস্তানের মাটিতে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে, আইন বাঁচিয়ে তাদেরই পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অপারেশনের জন্য তৈরি করা হচ্ছে। তৃণমূল স্তর থেকে ওই জঙ্গিদের প্রশিক্ষণে সাহায্য করছে কুখ্যাত পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও পাক রেঞ্জার্স।

পাক অধিকৃত কাশ্মীর জঙ্গিদের কাছে ‘মুক্তাঞ্চল’ বলেও দাবি করেছেন ইনকিলাবি।

সূত্র : সংবাদ প্রতিদিন

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here