কলকাতা : শনিবার ভোররাতে ভারতের অন্ধপ্রদেশের কাছে অনন্তপুরে বেঙ্গালুরু নানদেড় এক্সপ্রেসের একটি এসি কামরায় আগুন লেগে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হল।

আহতের সংখ্যা ১২, তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ভরমাভরম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মৃতদের অধিকাংশই বিষাক্ত ধোঁয়ার গ্যাসে মারা গেছেন বলে জানিয়েছেন রেলের মুখপাত্র সিএসগুপ্তা।

ট্রেনের যাত্রীরা বাঁচার উদ্দেশ্যে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার ফলে অনেকেই প্রাণে বাঁচেন।

প্রাথমিক অনুমান শট শার্কিট  থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পরই জোরকদমে চলছে উদ্ধারকাজ।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। একইসঙ্গে দুর্গতদের ত্রাণ ও সাহায্যের জন্য রেলের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষনা দিয়েছেন দেশটির রেলমন্ত্রী মল্লিকার্জুন খারগে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here