ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নস্টাফ রিপোর্টার :: দক্ষিণ এশিয়ার খুদে নারী ফুটবলের আসরে বাংলাদেশ শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। সাফের ফাইনালে স্বাগতিক বাংলাদেশ ১-০ গোলে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
৪১ মিনিটে শামসুন নাহার গোল করেন। ভারতেক সেই গোল শোধ করার সুযোগই দেয়নি বাংলাদেশের মেয়েরা।  নারী সাফের খুদে লড়াইয়ের প্রথম আসরেই বাজিমাত করে দিল বাংলার মেয়েরা। ফাইনালসহ চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। চারটি লড়াইয়ে বাংলাদেশের জালে একটি গোলও করতে পারেনি নেপাল, ভুটান এবং ভারত। চার খেলায় ১৩ গোল করেছে বাংলাদেশ। এমন অভাবনীয় এবং ইতিহাস করা ফুটবল নৈপুণ্যের সাক্ষী হয়েছেন কমলাপুর স্টেডিয়ামের দর্শক। খেলা উপভোগ করেছেন ফেসবুকে।
কয়েক হাজার দর্শক কাল দুপুরে স্টেডিয়ামের গ্যালারিতে আসন নিলেন। অনেক দর্শকের হাতে ছিল জাতীয় পতাকা। হাতে ছিল ভুভুজেলা। প্ল্যাকার্ড, ফেস্টুন। ব্যান্ডপার্টির বাদ্যযন্ত্রের উচ্চ শব্দে কান ফাটেনি। কমলাপুর স্টেডিয়ামের আশেপাশের বাড়ির ছাদেও নারী পুরুষ দর্শকের উপস্থিতি নজর কেড়েছে। চার পাশের এমন পরিবেশে ফুটবলের কৃত্রিম মাঠে লড়াইয়ে নেমে বাংলার মেয়েরা পায়ের যাদু দেখিয়েছে। কিকঅফ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের উপর ঝাপিয়ে পড়েছে।
ভারতকে সুযোগ না দিয়ে আক্রমণের স্রোত গ্যালারিতে উত্তেজনা ছড়িয়েছে। কয়েক হাজার দর্শকের আওয়াজ নাজাম, আনাই মগিনি, আঁখি, মারিয়া, তহুরা, মারজিয়াদের চোখ ধাঁধানো ফুটবল দর্শক মন ভরিয়ে দিয়েছে। আগের দিন সন্ধ্যায় বাংলার ফুটবল দর্শক ইউরোপিয়ান ফুটবলের মহারন এল ক্লাসিকো দেখেছেন। পরদিন তা নিয়ে ফুটবল মাঠে আলোচনা উঠার কথা। কিন্তু সেই সময় আর পায়নি দেশের ফুটবল অঙ্গন। সাফে মেয়েদের খেলা দেখে মুগ্ধ- কেউ কেউ বলেছেন এ যেন সাফের এল ক্লাসিকো দেখছেন। এদেশের নারী ফুটবলে নতুন সূর্য দেখিয়েছে তারা।
বাংলার খুদে ফুটলাররা যেন প্রত্যেকে বলপ্লেয়ার হয়ে উঠলেন। পায়ের নিখুঁত কাজ দেখে দর্শক চোখ যেন ছানাবড়া। প্রিমিয়ার ফুটবল লিগের বড়দের আসরেও এমন দৃষ্টি নন্দন ফুটবল দেখা যায় না। অসাধারণ বল রিসিভ, বলের আদান প্রদান, বুকে বল রিসিভ করে সেটাকে সামনে ঠেলে দেয়া, টেকনিক এতো নিখুঁত এবং এতো ছোট ছোট মেয়েদের ফুটবলীয় জ্ঞান এতো ভালো তা চমকে দিয়েছে দর্শকদের। ছবির মতো ফুটবল খেলেছেন বাংলার মেয়েরা। যারা দেখতে পাননি তারা ইউটিউবে খেলা খুঁজেছেন।
এদিকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নগরীর কমলাপুরে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ প্রথম আসরে ভারতের বিপক্ষে বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জেতায় বাংলাদেশ মহিলা ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। গতকাল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় বাংলাদেশ ভারতকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বাংলাদেশ দল সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমাদের খেলোয়াড়দের খেলা ও দলগত নৈপুণ্য দেখে সারা জাতি গর্ববোধ করছে।’
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here