ডেস্ক রিপোর্ট:: করোনাভাইরাসকে ‌‘চায়না ভাইরাস’ নামে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার করোনা ছড়ানোর জন্য চীনকে দায়ী করে ভাইরাসটির কারণে বিপর্যস্ত ভারতকে চীনের ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তুলেছেন।

২০১৯ সালের শেষ দিকে চীনে শনাক্ত হওয়া করোনাভাইরাসের প্রকোপে যুক্তরাষ্ট্রের অবস্থা যখন বিপর্যস্ত হয়ে পড়েছিল তখনও এর জন্য চীনের কাছ থেকে ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের কারণে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বলে ফের কোভিড ছড়ানোর জন্য চীনের ঘাড়ে দোষ চাপানোর কথা তুলে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো ভারতও করোনায় জর্জরিত হয়েছে। চীনের ভারতকে ক্ষতিপূরণ দিতে হবে।

ট্রাম্প বলেন, ‘দেখুন, ভারতে এখন কী পরিস্থিতিতে তৈরি হয়েছে। সবাই একটা সময়ে বলতো যে, ভারত কতো ভালো অবস্থায় রয়েছে। তবে এবার ভারতের অবস্থাও খারাপ। পাশাপাশি গোটা বিশ্বের অবস্থাও খারাপ। ভারতসহ গোটা বিশ্বকে চীনের ক্ষতিপূরণ দিতে হবে।’

কট্টর চীনবিরোধী ট্রাম্প বলেন, ‘আমি জানি না সেটা দুর্ঘটনা ছিল কি না, আশা করছি দুর্ঘটনাই ছিল; কত দেশ তো এর কারণে বিপর্যস্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রকে যেমন চীনের ক্ষতিপূরণ দেওয়া উচিত, তার থেকে অনেক বেশি পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া উচিত বিশ্বকে।’

ট্রাম্প এ সময় বলেন, ‘যেসব দেশ করোনায় বিপর্যস্ত হয়ে গেছে, তারা খুব সহজেই আর ঘুরে দাঁড়াতে পারবে না। আমাদের দেশও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে আমাদের দেশ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাকি আরও বহু দেশ।’

এরপর ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, এটা জানা খুবই জরুরি যে এই ভাইরাসের উৎসস্থল কোথায়। আমার মনে হয় আমি জানি। চীনের এই বিষয়ে সাহায্য করা উচিত। বর্তমানে এক যুক্তরাষ্ট ছাড়া চীন এমন একটি দেশ যাদের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে।’

উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকেই ভাইরাসটির বিস্তার ছড়ানোর জন্য চীনকে দোষারোপ করে এসেছেন ট্রাম্প। তার দাবি, উহানের ভাইরাস গবেষণাগার থেকেই গোটা বিশ্বে ছড়িয়েছে করোনা। এই উহানেই ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা শনাক্ত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here