নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন নিহত হওয়ার পর নরসিংদী সার্কিট হাউজ ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন। এছাড়া ট্রেনে আগুন দেয়ার মামলায় তার জামিন আবেদনের শুনানি হবে আগামী রোববার।

বৃহস্পতিবার নরসিংদীর বিচার বিভাগীয় হাকিম নিতাই চন্দ্র সাহা এই আদেশ দেন।

তবে খোকন এক মামলায় জামিন পেলেও অন্য মামলায় জামিন আবেদনের শুনানি না হওয়ায় আপাতত তাকে কারাগারেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী আব্দুল কাদের টিটো।

এর আগে গতকাল বুধবার লোকমান হোসেন হত্যা মামলা থেকে খোকনকে অব্যাহতি দেয় আদালত।

উল্লেখ্য, নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমানকে গত ১ নভেম্বর রাতে মুখোশধারী সন্ত্রাসীরা হত্যা করে।

এর পরপরই ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় জেলা বিএনপির সভাপতি খোকনকে। ৫৪ ধারায় আটক দেখিয়ে তাকে রিমান্ডে চেয়ে পরদিন আদালতে আবেদন করে পুলিশ।

লোকমানকে হত্যার পরপরই বিক্ষুব্ধ জনতা নরসিংদীতে ডাক বাংলো ভাংচুর করে। পরদিন একটি ট্রেনে আগুন দেওয়া হয়।

এ দুটি ঘটনায় আলাদা দুটি মামলা করে পুলিশ। বিএনপির কেন্দ্রীয় নেতা খোকনকে এখন সেই মামলার আসামি করা হলো।

লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই কামরুজ্জামান যে মামলাটি করেছেন, তাতে আসামির তালিকায় খোকনের নাম নেই। ১৪ আসামির একজন বাদে সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মী। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন বাচ্চুও রয়েছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here