এম আর কামাল, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ চলছে খুঁড়ে খুঁড়ে। এখন আর নিয়ম অনুযায়ী চলছে না ছাত্রলীগ। বয়স্কদের ভারে ন্যুজ্ব হয়ে পড়েছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

অছাত্র, বিবাহিত ও মাদকাসক্তদের হাতে বন্দি ছাত্রলীগ দিন দিন ঝিমিয়ে পড়ছে। দিন যতই যাচ্ছে ছাত্রলীগের কার্যক্রম ততই স’বির হয়ে পড়ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা জানান, বাংলাদেশ ছাত্রলীগের নিয়মানুযায়ী প্রকৃত ছাত্রদের মাধ্যমেই ছাত্রলীগ কমিটি গঠন করতে হবে। ছাত্রলীগ নেতাকর্মীদের অবশ্যই বয়স ২১ বছরের নীচে, অবিবাহিত, নেশা মুক্ত হতে হবে। আর রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ চলছে সম্পূর্ণ উল্টো গতিতে। ফলে ছাত্রলীগ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

ছাত্রলীগের কর্বন দশায় ইতিমধ্যে ছাত্রলীগের নেতারা আওয়ামী লীগের সহযোগি সংগঠন গঠন করতে ব্যস্ত। ইতিমধ্যে ছাত্রলীগ ছেড়ে রূপগঞ্জে একাধিক শক্তিশালী অঙ্গসংগঠন গঠিত হয়েছে।

তন্মধ্যে স্বেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, প্রজন্ম লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, আওয়ামী প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, তর্বন লীগ, শেখ রাসেল লীগ প্রমুখ।

রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এডভোকেট সাইফুর রহমান স্বপন জানান, ছাত্রত্বের বয়স এখন নেই। ফলে বঙ্গবন্ধু সৈনিক লীগ গঠন করি। রূপগঞ্জে ছাত্রলীগ কমিটির চেয়ে অনেক শক্তিশালী বঙ্গবন্ধু সৈনিক লীগ। এ সংগঠনের অধিকাংশই নেতাই পূর্বে ছাত্রলীগ কমিটিতে ছিলেন।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া জানান, ছাত্রলীগের কার্যক্রম দুর্বল হয়ে পড়লে এখানকার আওয়ামী লীগকে শক্তিশালী রাখতেই স্বেচ্ছাসেবক লীগে যোগ দেই। রূপগঞ্জ আওয়ামী লীগের সহযোগি সংগঠনের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ একটি শক্তিশালী সংগঠন। তবে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগকে শক্তিশালী করতে নতুন আঙ্গিকে প্রকৃত ছাত্রদের দিয়ে গঠনের আহবান জানান।

তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীরা জানায়, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ এক সময় খুবই শক্তিশালী ছিল। তাছাড়া নতুন কমিটির সভাপতি হাসিবুর রহমান মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহতের পর থেকে উপজেলা ছাত্রলীগ দুর্বল হয়ে পড়ে। অবিলম্বে বিবাহিত, অছাত্র, নেশাগ্রস্তদের বাদ দিয়ে নতুন আঙ্গিয়ে ছাত্রলীগের নতুন কমিটি গঠনের দাবি জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here