brazil-v-argentinaদিন কয়েক পরেই প্রকাশিত হবে ফিফার নতুন র‌্যাংকিং। ফিফার এই নতুন র‌্যাংকিংয়েও আর্জেন্টিনা তাদের শীর্ষস্থান ধরে রাখছে। তবে দারুণ ছন্দে থাকা ব্রাজিল নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনার ঘাড়ে। কারণ ব্রাজিল তাদের ব্যবধান কমিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

শুক্রবার ইএসপিএন জানায়, গত মঙ্গলবার কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা হারলেই শীর্ষে উঠে যেত ব্রাজিল। তবে ঘরের মাঠের ম্যাচটি ৩-০ গোলে জেতায় শীর্ষস্থান ধরে রাখবে লিওনেল মেসি-গনসালো হিগুয়াইনরা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগামী ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাদে নতুন র‌্যাংকিং ঘোষণা করবে। তবে এ পর্বের আন্তর্জাতিক সূচি শেষ হয়ে যাওয়ায় এরই মধ্যে ঠিক হয়ে গেছে দলগুলোর অবস্থান।

দক্ষিণ আফ্রিকায় হওয়া ওই বিশ্বকাপের পর থেকে গত ছয় বছরে ব্রাজিলের এবারের দ্বিতীয় স্থানে ওঠাটাই হবে সর্বোচ্চ র‌্যাংকিং। ইউরোপের দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে থাকা জার্মানি ব্রাজিলকে জায়গা ছেড়ে দিয়ে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে যাবে।

চতুর্থ স্থানেই থাকবে বেলজিয়াম। আর এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে আসবে টানা দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। ষষ্ঠ স্থানে নেমে যাবে কলম্বিয়া। সেরা দশের পরের চারটি স্থানে আগের মতোই থাকবে ফ্রান্স, পর্তুগাল, উরুগুয়ে ও স্পেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here