bank fairষ্টাফ রিপোর্টার :: ‘একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয়ে’ এই স্লোগান নিয়ে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আজ ২৪ নভেম্বর থেকে ৫দিন ব্যাপি প্রথমবারের মত আয়োজিত ‘ব্যাংকিং মেলা বাংলাদেশ ২০১৫’ শুরু হয়েছে।

বাংলাএকাডেমী প্রাংগণে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

ব্যাংকিং পণ্য ও সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, জাতীয় পর্যায়ে ব্যাংকিং খাতের পণ্য ও সেবাসমূহের প্রচার ও প্রসারের মাধ্যমে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুষম বন্টন সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের পথে আরও এগিয়ে যাওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম. আসলাম আলম, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষকগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here