স্টাফ রিপোর্টার :: ওয়ার্ল্ড ব্যাংকের ডুইং বিজনেস-২০১৯ : ট্রেইনিং ফর রিফর্ম প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ গত বছরের ১৭৭তম অবস্থান থেকে একধাপ এগিয়ে এ বছর ১৭৬তম অবস্থানে উন্নীত হয়েছে।

বিশ্বের ১৯০টি দেশের মধ্যকার হিসেবে বাংলাদেশ এই একধাপ অগ্রগতি অর্জন করেছে।

বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মাসে বাংলাদেশ তার বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগ অব্যাহত রেখেছে।

এতে আরো বলা হয়, ২০১৫ সাল থেকে বাংলাদেশ চট্টগ্রাম ও ঢাকায় নেটওয়ার্ক সক্ষমতা বাড়িয়েছে। ফলে উভয় শহর এখন আরো সংযোগের অনুরোধ রক্ষার সক্ষমতা অর্জন করেছে। এতে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ হ্রাস পেয়েছে।

বিশ্ব ব্যাংকের এই প্রতিবেদনে আরো বলা হয়, অভ্যন্তরীণ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের ব্যবসা সহজীকরণের উন্নয়নে দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনীতির আরো অগ্রগতি হয়েছে। এক্ষেত্রে শীর্ষ অগ্রগতির দেশ হচ্ছে আফগানিস্তান ও ভারত।

প্রতিবেদন অনুযায়ী গত বছর এ অঞ্চলে মোট ১৯টি ব্যবসায় সংস্কার হয়েছে। এরমধ্যে পাকিস্তান ৩টি, শ্রীলংকা ৪টি সংস্কার করেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here