স্টাফ রিপোর্টার :: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ২০২২ সালের মধ্যে ব্যবসাবান্ধব সূচকে শীর্ষ ৯৯টি দেশের মধ্যে স্থান করে নেবে বাংলাদেশ।

বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রকাশিত বিশ্বব্যাংক গ্রুপের ডুইং বিজনেস বা ব্যবসাবান্ধব সূচকে ২০২০ সমীক্ষায় আগের বছরের থেকে আট ধাপ এগিয়ে ১৬৮তম হয়েছে বাংলাদেশ। গতবার যা ছিল ১৭৬তম।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সালমান বলেন, ব্যবসাবান্ধব সূচকে ২০২২ সালের মধ্যে আমরা দুই অংকে (শীর্ষ ৯৯টি দেশের মধ্যে) পৌঁছাবো।

বিশ্বব্যাংকের করা ব্যবসাবান্ধব সূচক প্রকাশ হওয়ার পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সালমান জানান, প্রথমবারের মতো এক লাফে আট ধাপ ওপরে ওঠায় ‘ডুইং বিজনেস ২০২০’ সূচকে সবচেয়ে ভালো অবস্থানে থাকা ২০টি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, বিআইডিএ নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, অরথ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here