মো.সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড় ::

বোদায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মৎস অভয়াশ্রমে বাশঝাড় ও বালির বস্তা ফেলে স্বাভাবিক প্রবাহ রোধ করে পরিবেশের ক্ষতি করার দায়ে বালু মহাল ব্যবসায়ীকে ভ্রাম্যামাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। উপজেলা বেংহারী ইউনিয়নের করতোয়া নদীর দুইটি মৎস অভয়াশ্রমে বাঁশের ঝাড় ও বালির বস্তা ফেলে নদীর স্বাভাবিক প্রবাহ রোধ করা হয় এবং নদীর ভূ-প্রাকৃতিক পবিবেশ, মৎস ও জলজ প্রাণি ও উদ্ভিদ বিনষ্ট করে বালু উত্তোলন করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৪(ছ) ধারায় বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা মৎস কর্মকর্তা, সার্ভেয়ার ও ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে নদীর বাশঝাড় ও বালীর বস্তা সড়িয়ে নদীর পানির প্রবাহ স্বাভাবিক করা হয় এবং পরবর্তীতে এধরনের কাজ করা হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুজ্জামান জানান, আইন অমান্য করে বালু উত্তোলন ও মৎসঅভয়াশ্রমের ক্ষতিসাধন করা হলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here