চরফ্যাশন শিপুফরাজী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :: কি ভাবে আসবেন ?…
সন্ধা ৬.০০ এ ঢাকার সদরঘাট থেকে ভোলার ঘোষের হাট উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন । সকালে ভোলার চরফ্যাশন উপজেলার ঘোষের হাট পৌছে সকালের নাস্তা করে সরাসরি যাবো চর কচ্ছপিয়া ঘাট। সেখান থেকে ট্রলারে করে যাবেন চর কুকরি মুকরিরতে ।
এখানে দুপুরবেলা খেয়ে বের হবন ’আসপাশ টা ঘুরে দেখার জন্য এবং ওই দিন রাতে ইউনিয়ন পরিষদে রাতে থাকবন বা এর পাশে যেখানে তাবু টানানোর মতো উপোযোগী সেইখানেই ক্যাম্প করবন ।সকালে বাজার ঘুরে সূর্যেোদয়দেখে এলাকা ঘুরে নাস্তা করে নৌকা এলে প্রথমে যাবন কালীর চর। এরপরে যাবন ঢালচর আর চরের তারুয়া সৈকত। এক ঘণ্টার ওপরে ছুটে চলবে ইঞ্জিন নৌকা।
এখানেও ভালো লাগার বিশাল ঝাঁপি মেলে বসে আছে প্রকৃতি। সৈকতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ছবি তুলে সমুদ্রের পানিতে পা ভেজাবো।
যেহেতু রাত্রি যাপন করার মত কোন উন্নত মানের হোটেল নেই, কাজেই রাতে থাকার ব্যবস্থা লোকাল বাড়ীঘড়ে বা তাবুতে রাত্রিযাপন করা হবে, যেখানে ফ্লোরিং করে থাকতে হবে তবে স্লীপিং ব্যাগ আমরাই সরবরাহ করবো।
২ দিন থাকার মত হালকা জামা কাপড়, রেইন কোট, গামছা নিবেন সাথে।
ক্যাপ, সানগ্লাস, প্লাষ্টিকের স্যান্ডেল Pegasus / Pearsons (গুলিস্তানের ফুটপাথ অথবা যেকোন এডভ্যাঞ্চার সপ )
যোগাযোগ করুন: শিপুফরাজী,০১৭২৯০৪৪৬৬১
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here