মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, মোরেলগঞ্জ প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে ইমাম-মুয়াজ্জিন ও সুবিধাবঞ্চিত নারী- পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছ ‘সৃষ্টির সেবায় সামাজিক খেদমতের অঙ্গীকার’ এর শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত “বেপারী ফাউন্ডেশন” মোরেলগঞ্জ।

সোমবার বিকেলে বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বেপারী ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম- মুয়াজ্জিনদের নগদ সম্মানি প্রদান ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ।

পৌরসভার ২ নং ওয়ার্ড বারইখালী বেপারী বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের যুগ্ম-আহবায়ক তরুণ আইনজিবী এ্যাডভোকেট মো. তাজিনুর রহমান পলাশ,নুর খাদিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, বেপারী ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মো. মকবুল হোসেন বেপারী, ভারপ্রাপ্ত আহবায়ক মো. নুুরুল ইসলাম লাল, যুগ্ম আহবায়ক যথাক্রমে মাষ্টার মো. এনামুল হক বেপারী, আলহাজ্ব আবদুল ওহাব বেপারী, মো. দেলোয়ার হোসেন শেখ, সহকারী সদস্য সচিব সাবেক কাউন্সিলর বিএম রেজাউল করিম সোহাগ প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. নান্না মিয়া, মো. ওয়ালিউর রহমান, মহিলা কাউন্সিলর কুরসিয়া বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সংসদ সদস্য এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন স্থানীয় ১৬ জন ইমাম-মুয়াজ্জিনের হাতে ঈদ উপহার হিসেবে সম্মানি খাম তুলে দেয়ার সাথে সাথে সুবিধাবঞ্চিত কয়েক নারী-পুরুষের হাতে শাড়ি-লুঙ্গি তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here