ডেস্ক রিপোর্টঃঃ  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চৌমুহনী পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চৌমুহনী মধুফুল বেকারি নামের প্রতিষ্ঠানটি বেকারি পণ্য তৈরিতে কাপড়ের ব্যবহার রঙ ব্যবহার করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায় । অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। পরে বেকারিতে কাপড়ের রঙ ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ঢাকা পোস্টকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আই মধুফুল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় অনান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here