ঢাকা:আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ কাউন্টডাউন শুরু হচ্ছে বৃহস্পতিবার।

দেশের তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বৃহস্পতিবার রাত ১২টায় জমকালো আতশবাজির মধ্য শুরু হবে বিশ্বকাপের ক্ষণগণনা।

ঢাকা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ চত্ত্বর, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের বাইরে এবং সিলেট সুরমা নদীর পাড়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন অনুষ্ঠান। সাধারণ দর্শকদের জন্য উম্মুক্ত থাকছে এ অনুষ্ঠান।

তিন ভেন্যুতেই রাত সাড়ে ১০টায় এ অনুষ্ঠান শুরু হবে। ঢাকায় জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ছাড়াও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এতে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ব্যান্ড দল শূন্যর শিল্পীরা গান গাইবেন। এরপর রাত ১২টার মনোমুগ্ধকর আতশবাজির মধ্য দিয়ে কাউন্টডাউন শুরু হবে।

একই সময় সিলেট ভি-ভিআইপি সার্কিট হাউসের সামনে দেশের শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট ও মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানে থাকবে মনোমুগ্ধকর আতশবাজি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট সাবেক ও বর্তমান দলের ক্রিকেটাররা।

এছাড়া চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামের বাইরে একই সময় অনুষ্ঠান শুরু হবে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০০ দিন ক্ষণগণনা শুরু হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here