ডেস্ক রিপোর্ট:: অন্যান্যবারের তুলনায় এ বছরের মে মাসে ভারতে গরমের দাপট অনেকটাই কম ছিল। আবার সাম্প্রতিককালে মে মাসে দেশটিতে এত বৃষ্টিপাতও দেখা যায়নি। ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) মতে, ১২০ বছর পর মে মাসে দেশটিতে বৃষ্টিপাতে দ্বিতীয়বারের মতো রেকর্ড হলো।

এর আগে ১৯৯০ সালের মে মাসে ভারতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল। ওই বছর শুধু মে মাসেই বৃষ্টিপাত হয়েছিল ১১০.৭ মিলিমিটার। রেকর্ডের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ১৯০১ সাল। এবার ১৯০১ সালের রেকর্ড ভাঙল। আইএমডি জানিয়েছে, এ বছর শুধু মে মাসেই ভারতজুড়ে ১০৭.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

শুধু বৃষ্টিপাতই নয়, মে মাসে সর্বকালীন সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে। এবার ৩৪ ডিগ্রির ওপরে তাপমাত্রা উঠেনি। আবহাওয়ার ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছে দেশের দুই প্রান্তের দুটি ঘূর্ণিঝড়।

গত ১৭ মে পশ্চিমে গুজরাট উপকূলে ঘূর্ণিঝড় তৌকত ও ২৬ মে ওড়িশা-বাংলার উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে তাপমাত্রা তেমনভাবে বাড়তে পারেনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here