স্যার ফজলে হাসান আবেদডেস্ক নিউজ :: বিশ্বের সেরা ৫০ নেতার তালিকায় আছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ব্যবসাবিষয়ক সাময়িকী ফরচুন গত বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করেছে।

এ নিয়ে চতুর্থবারের মতো সেরা নেতাদের এই বার্ষিক তালিকা প্রকাশ করল সাময়িকীটি।

তালিকায় স্যার ফজলে হাসান আবেদ রয়েছেন ৩৭তম অবস্থানে। ২০১৪ ও ২০১৫ সালে তিনি ছিলেন ৩২তম।

স্যার আবেদ সম্পর্কে ফরচুনের ওয়েবসাইটে বলা হয়েছে, রক্তক্ষয়ী এক যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। যুদ্ধ-বিধ্বস্ত  দেশের পুনর্গঠনের জরুরি প্রয়োজনে থাকা দেশটিতে আনুমানিক ১ কোটি শরণার্থী ফিরে আসেন। সে সময় এগিয়ে আসেন স্যার আবেদ।

সাবেক এই কর্পোরেট নির্বাহী প্রতিষ্ঠা করেন বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি বর্তমানে যা বিশ্বের সর্ববৃহত্ এনজিও। ব্র্যাকের পদচারণার মধ্যে রয়েছে তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম যা ৫০ লক্ষাধিক মানুষকে ১৬০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে। এছাড়া রয়েছে শিক্ষা কার্যক্রম যেখান থেকে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী শিক্ষাগ্রহণ অর্জন করেছে। ফরচুনের এই সাম্প্রতিক তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি ফজলে হাসান আবেদ।

এ তালিকায় ১ নম্বরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পেশাদার বেসবল দল শিকাগো কাবস-এর মহাব্যবস্থাপক থিও এপস্টেইন। দ্বিতীয় সেরা নেতা হয়েছেন চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবার নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা। আর পোপ ফ্রান্সিস আছেন তালিকার তৃতীয় অবস্থানে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here