বিশ্বের সবথেকে বড় ছাতাবেজিং :: বর্ষা চলছে। নিম্নচাপের জেরে ভারতের বিস্তির্ন অঞ্চল জলের তলায়। নামানো হয়েছে কেন্দ্রীয় ডিজাসটার ম্যানেজমেন্ট ফোর্স ও উদ্ধারকারী দল। এসবের মধ্যেই ভারতের পড়শি দেশ বিশ্বের সবচাইতে বড় ছাতা বানিয়ে তাক লাগালো।

এমনকী নাম তুলে নিল গিনেস বুক অব রেকর্ডে। ২৩ মিটার ব্যাসার্ধ এবং ১৪.৪ মিটার (৪৭ ফুট) লম্বা এই ছাতাটি বানিয়ে গিনিসে নাম তুলল পূর্ব চিনের জিইয়াংঝি প্রদেশের ছাতাপ্রস্তুতকারী কোম্পানি।

২০১০ সালে ভারত এই গিনিস রেকর্ড তৈরি করেছিল। ২০১৫ সালে ভারতের সেই রেকর্ড ভাঙল চিন। ৫.৭ টন বা প্রায় ৫ হাজার ৭০০ গ্রাম ওজনের এই চিনা ছাতাটি বসছে এক প্লাজায়। ৪১৮ স্কোয়ার মিটার জায়গা জুড়ে এই ছাতাটি থাকবে।

 ২০১০ সালে ভারতের ম্যাক্স নিউ ইয়র্ক লাইফ ইনসিওরেন্সের তৈরি ছাতাটি এতদিন ছিল গিনিস বুকের বিচারে বিশ্বের সবচেয়ে বড়।
ছাতাটির পরিধি ৫৬ ফুট, উচ্চতা ছিল ৩৬ ফুট (১০.৯৭ মিটার)। ছাতাটির ওজন ২ হাজার ২০০ কেজি। সেই রেকর্ডটাই ভেঙে দিল চিনের ছাতা কোম্পানি।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here