Bojrokonthoনিজস্ব প্রতিনিধি :: বাংলা মুদ্রিত পত্রিকাগুলি যখন নিজস্ব ধারাবাহিতা বজায় রাখতে হিমশম অবস্থায় তখন অনলাইন মাধ্যমগুলি নিজস্ব জায়গা করে নিতে ক্রমশ এগিয়ে আসছে। সেই ধারাকে অব্যাহত রেখে বিশ্বসাহিত্যে ইতিহাস সৃষ্টি করলো বাংলা কবিতার দৈনিক পত্রিকা ‘দৈনিক বজ্রকন্ঠ’। সেই অবিশ্বাস্য দৃষ্টান্ত স্থাপন করলো ভারতের ত্রিপুরা রাজ্যের তরুণ কবি রাজেশ চন্দ্র দেবনাথ।টানা ২৫০ দিন ধরে একটি কবিতা পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করে চলেছেন এই তরুণ কবি। যা বিশ্বসাহিত্যে ইতিহাসে বিগত দিনে এত দিন ধরে দৈনিক কবিতা পত্রিকা প্রকাশের কোনও নজির নেই। চলতি বছরে  ২৬ জানুয়ারি ২০১৮  দৈনিক বজ্রকন্ঠ প্রথম আত্মপ্রকাশ করে।এই প্রকাশধারা অব্যাহত রেখে প্রতিদিন একটু একটু করে পত্রিকাটি ধাপেধাপে ছুঁয়ে চলেছে নতুন শিখর।নতুন স্বপ্ন । ২ অক্টোবর প্রকাশিত হল এই দৈনিক পত্রিকার ২৫০ তম সংখ্যাটি। এই সংখ্যাটিতে কবিতা লিখেছেন কবি পিয়াস মজিদ,কবি সুবীর সরকার,কবি সানি সরকার,কবি বিপ্লব গঙ্গোপাধ্যায়,কবি গিরীশ গৈরিক,কবি বিজয় ঘোষ।এই পত্রিকার প্রতিটি সংখ্যাতেই বাংলাদেশ – ভারতের সমসাময়িক কবিদের কবিতা স্থান পাচ্ছে।শুধু  ভারত-ই নয় দেশ-বিদেশের বহু পাঠকের আলোচনার বিষয় হয়ে উঠেছে দৈনিক বজ্রকন্ঠ। এই পত্রিকার সম্পাদক,কবি রাজেশ চন্দ্র দেবনাথ জানান, ‘কবিতার প্রতি অগাধ টান ও মমত্ব  থেকেই এই কবিতা পত্রিকাটি শুরু করেছিলাম।পাশাপাশি ছিল অগনিত তরুণ ও প্রতিশ্রুতিসম্পন্ন কবিকে সমস্ত  লবি বা গোষ্ঠীর বাইরে গিয়ে এক ছাতার নিচে নিয়ে আসা। সেই কাজ এখনো চলছে’। তিনি আরো জানান, ‘অনলাইনের পাশাপাশি প্রতিদিন দৈনিক বজ্রকন্ঠ-এর মুদ্রণ সংখ্যা প্রকাশ করার জন্যেও প্রবল চিন্তাভাবনা চলছে। সকল পরিকল্পনা ঠিকঠাক চললে যে কোন সময় মুদ্রণের কাজ শুরু হবে।’ যাঁরা এই দৈনিক কবিতা পত্রিকাটি নিয়মিত পড়তে চান  https://dainikbajrokantho.blogspot.com -এ ক্লিক করলে পড়তে পারবেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here