ডেস্ক : র‌্যাপার পিটবুল আর পপস্টার জেনিফার লোপেজের সুপারহিট জুটির পারফরম্যান্সেও জমেনি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু সমাপনী অনুষ্ঠানে শাকিরাকে দিয়ে ‘মধুরেণ সমাপয়েৎ’ করতে চাইছে ফিফা।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ‘ওয়াকা-ওয়াকা’ গানে ফুটবলপ্রেমীদের মন কেড়ে সারাবিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন পপ সেনসেশন শাকিরা। জনপ্রিয় এই পপ তারকাকে দিয়ে ব্রাজিল বিশ্বকাপে সমাপ্তি অনুষ্ঠান করানোর সিদ্ধান্ত নিল ফিফা।

শাকিরার সঙ্গে মঞ্চে দেখা যাবে গিটার মায়েস্ত্রো কার্লোস স্যান্টানাকেও। ১৩ জুলাই, রবিবার মারাকানা মাতাবেন এই দুই জনপ্রিয় তারকা। তাদের সঙ্গে থাকছেন র‌্যাপার উইক্লিফ জিনও।

চলতি বিশ্বকাপে ব্রাজিলিয়ান গায়ক কার্লিনহোসের সঙ্গে জুটি বেধে ‘লা-লা-লা’ গেয়েছেন শাকিরা। ইতিমধ্যেই তাঁর এই মিউজিক ভিডিও ইউটিউব-এ প্রায় চার কোটি দর্শক দেখেছেন।

ফাইনালের দিন তিনি এই গানেই পারফর্ম করবেন বলে জানিয়েছেন কলম্বিয়ান পপ তারকা। পাশাপাশি স্যান্টানা, উইক্লিফ এবং ব্রাজিলিয়ান গায়ক অ্যালেকজান্দ্রে পাইরেস একসঙ্গে টুর্নামেন্টের অফিসিয়াল অ্যান্থেম ‘দার উম জেইতো’তে গলা মেলাবেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here