পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের একটি দেয়াল দখলে রাখতে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল একাধিক পক্ষ। স্থানীয় ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগানও মেতেছিল সেই দেয়াল দখলে। দুই দলের সমর্থকরা দলের জার্সির রংয়ের সঙ্গে মিলিয়ে দেয়াল রাঙিয়ে দিচ্ছিল লাল-হলুদ, কেউ সবুজ-মেরুনে। তাই দেয়ালের অবস্থাও হয়ে দাঁড়ায় যাচ্ছে তাই।

রাজনীতিক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকরাও নেমেছিলেন দেয়ালটি দখলে। দখলে রাখতে কেউ আঁকে নরেন্দ্র মোদির ছবি, কেউ মমতা ব্যানার্জীর।

শেষে নিরাপদ সমাধান দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী। তারই উদ্যোগে ‘ফাইবার গ্লাস’ দিয়ে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে লক্ষ্মীবাঈয়ের লড়াইয়ের দৃশ্য। অমল এ বিষয়ে বললেন, ওই দেয়াল নিয়ে অনেক সমস্যা ছিল। পরে পৌরসভার উদ্যোগে স্থানীয় এক শিল্পীই বানিয়েছেন ওটা। ঝাঁসির রানি আমাদের গর্ব।

তিনি আরও বলেন, বুঝতে পারছিলাম না ঠিক কীভাবে সাজাব? পরে এলাকারই ওই শিল্পী আমায় পরিকল্পনাটা দেন। দলের অনেকেই সেই সময় সহযোগিতা করেননি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here