snakesঅবৈধ স্বর্ণ, মাদকসহ নানা নিষিদ্ধ পণ্য বহনের কারণে বিমানবন্দরে আমরা যাত্রীদের আটকের কথা প্রায়ই শুনে থাকি। তাই বলে সাপ বহন করে আটক! সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে ডেইলি মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, সাপের বাচ্চা বহনের অভিযোগে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তার নাম কাউফিয়া জাহিদ জাকি।

জাকার্তা এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট বেনি সিগার জানান, কোনো ধরনের অনুমতিপত্র ছাড়াই সাপের বাচ্চা নিয়ে সৌদি আরবের জেদ্দায় যাচ্ছিলেন জাহিদ। তার প্যান্টের নিচে মোজার মধ্যে লুকানো ছিল সাপগুলো। কালো রঙের ছোট ছোট ব্যাগে ভরে নেওয়া হয়েছিল সেগুলো।

তিনি জানান, বিমানবন্দরে প্রবেশের সময় নিয়মিত পরীক্ষার এক্স-রে মেশিনে সাপের বাচ্চাগুলো ধরা পড়ে। এরপর ওই ব্যক্তির কাছ থেকে ১০টি জীবিত সাপ জব্দ করা হয়েছে। সেগুলো অজগর প্রজাতির সাপ।

জাহিদ নাকিকে এয়ারপোর্ট পুলিশের কাছে সোপর্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর ডেইলি মেইলের

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here