cabinetঢাকা: বিদ্যুৎ আইন, ২০১৬-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৮ আগষ্ট) মন্ত্রীসভার বৈঠকে এ আইনের নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। দুপুরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সকালে সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এ আইনের প্রস্তাবনায় বলা আছে, নাশকতার মাধ্যমে বিদ্যুৎ স্থাপনা বিনষ্ট করা হলে কমপক্ষে ৭ বছরের জেল। অন্যদিকে সর্বোচ্চ রাখা হয়েছে ১০ বছরের জেল। একই সঙ্গে এমন অপরাধ করলে ১০ কোটি টাকা জরিমানা করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, এ নতুন আইনে সব মিলিয়ে ৫৮টি ধারা। নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাংলায় হালনাগাদ করার বাধ্যবাধকতা রয়েছে বলে আইনটি ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here