বিতর্কিত বিষয়ে সরকার শান্তিপূর্ণ সমাধান চায় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার জাতির জন্যে ক্ষতিকর এমন কোনো কিছুই করবে না।

মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০১১-এর সমপানী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এই ন্যাশনাল ডিফেন্স কোর্সে ২১ বিদেশিসহ মোট ৫৩ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার সব সময় শান্তিপূর্ণ সহাবস্থান চায়। পাশ্ববর্তী দেশের সাথে যেমন সুসম্পর্ক বজায় রাখতে চাই। তেমনি দেশের জন্য ক্ষতিকর কোনো কিছু সরকার মেনে নেবে না। দেশের স্বাথে সবই করা হবে।

তিনি বলেন, ‘আমাদের দেশের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হচ্ছে- সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়।’। কিন্তু দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব প্রশ্নে আমরা কারো সাথেই আপস করবো না।’

তিনি আরো বলেন, বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে একে একে সমাধান করা হয়েছে। এসব সমস্যার মধ্যে ৬৪ বছরের পুরোনো সমস্যারও রয়েছে।

শেখ হাসিনা বলেন, আয়তনের দিক থেকে বাংলাদেশ ছোট হলেও জাতি হিসেবে আমাদের নিজস্ব ঐতিহ্য এবং গর্ব করার অনেক কিছু রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের রয়েছে বিশাল জনসম্পদ ও অফুরন্ত সম্ভাবনা। বাঙালি হিসেবে ইতিমধ্যে আমরা বিশ্বের দরবারে নিজেদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here