মো. রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি :: স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা সরকারি কলেজের শহীদ মিনার চত্ত¡র পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের ইমেজ প্লাস প্রকল্পের ম্যানেজার কানিজ হুসনা আফরোজা পলি, ফিল্ড ফ্যাসিলেটেটর হামিদা বানু রিকতা, বিডি ক্লিন জেলা শাখার প্রতিনিধি ইসমে আজম প্রসন্ন, নিশাত তাসনিম, রিমন হোসেন রোহান, নাফি হাসনাত ও সুজন পাটোয়ারী প্রমুখ।

পরিচয় পর্বের পর শপথ বাক্য পাঠ করান বিডি ক্লিনের সদস্য তানজিমুল তাসিন। সংগঠনটির ইশান, রোদেলা, শাকিব, রিজভী, শাফিন, লিখন, কাওসার, লিন, মুগ্ধ, তাসিন, মানিক, রাকিব ও ইমরানসহ ৩০জন সদস্য এই কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে সমাজের প্রত্যেককে তাদের বাসা, দোকান ও অফিসের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বলা হয় এবং রাস্তা-ঘাটসহ যেখানে সেখানে পলিথিন, কাগজ, বাদামের খোসাসহ ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্টস্থানে ফেলতে বলা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here