trump1মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বুধবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। কিন্তু এ নির্বাচনের পরপরই ‘নট মাই প্রেসিডেন্ট’ স্লোগানে বিক্ষোভ শুরু করে মার্কিনীরা। তাদের দাবি ভোট বেশি পেয়েছেন হিলারি ক্লিনটন। সুতরাং, তারই প্রেসিডেন্ট হওয়া উচিত। প্রেসিডেন্ট হওয়ার পর চলমান এ বিক্ষোভ নিয়ে ততক্ষণাৎ কোনো মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু তার নিরবতায় বিক্ষোভ কমেনি। আমেরিকার সব রাজ্যেই এখন ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন চলছে। চলমান এ বিক্ষোভের জন্য গণমাধ্যমকে দোষারোপ করলেন ট্রাম্প। তিনি শুক্রবার সকালে টুইটারে লিখেছেন, নির্বাচনটা মাত্রই স্বচ্ছ এবং সফলভাবে শেষ হল। এখন গণমাধ্যমের উস্কানিতে পেশাদার বিক্ষোভকারীরা বিক্ষোভ করছে। ভেরি আনফেয়ার!

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here