মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্তরে দিনব্যাপী বিকল্প জীবিকায়ণ মেলা ২০১১ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেভরনের এশিয়া সাউথ বিজনেস ইউনিটের জিএম ইউলিয়াম বিল কোট্‌জেল।

প্রচেষ্টার নির্বাহী প্রধান নওয়াব আলী নকি খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জের ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপসি’ত  ছিলেন শেভরনের এশিয়া সাউথ বিজনেস ইউনিটের লিড এডভাইজার নাসের আহমদ, শেভরনের এশিয়া সাউথ বিজনেস ইউনিটের এডভাইজার গভ-এফেয়ার্স কোনএক,শেভরন বাংলাদেশের ম্যানেজার এক্‌্রটার্নাল এফেয়ার্স ওবায়দুল্লাহ আল এজাজ,শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার আহসান উল্যা খান,শেভরনের জুলফিকার আহমদ চৌধুরী,বদরুদ্দোজা বদর, মতিউস সামাদ চৌধুরী,আফজাল হোসেন ভূইয়া।

শেভরন বাংলাদেশের অর্থায়নে ও স’ানীয় এনজিও প্রচেষ্টার আয়োজনের বিকল্প জীবিকায়ন মেলায় জীবিকায়ন কর্মসূচীর অন্তভুক্ত মোবাইল ফোন মেরামত,সেলাই,সূর্যের হাসি ক্লিনিক,উন্নত চুলা ও সৌর বিদ্যূৎ,বয়স্ক শিক্ষা কার্যক্রম,ক্ষুদ্র ব্যবসা,অনুসন্ধান কেন্দ্র,জীবিকা প্রকল্প,মাছ চাষ,শাক সব্জি চাষ,ছাগল পালন, হাঁস পালন ও গরু মোটা তাজাকরণসহ ১৫টি প্রকল্প অংশ গ্রহন করে।

শেভরন কর্মকর্তারা জানান,শেভরন তেল গ্যাস অনুসন্ধানের বাইরেও আর্থ সামাজিক উন্নয়নে নানা প্রকল্পে সার্বিক সহায়তা প্রদান করে থাকে। তারই অংশ হিসাবে বুধবার কমলগঞ্জে বিকল্প জীবিকায়ণ মেলার আয়োজন করা হয়েছে।

 

সোহেল রানা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here