জয়পুরহাট  : জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমানেত্ম ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে জনি (২০) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

রোববার ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে ।

ময়না তদন্ত শেষে তার লাশ বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ান- বিজিবি’র কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে বিএসএফ।

এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জয়পুরহাটের ৩বর্ডার গার্ড ব্যাটালিয়ান-বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মো: আব্দুর রাজ্জাক তরফদার জানান, গতরাত ৪টার দিকে জনি নামে এক বাংলাদেশী জয়পুরহাটের পাঁচবিবি  উপজেলার হাটখোলা সীমান্তের ২৮০নম্বর সীমান্ত পিলারের দেড়’শ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় সীমান্ত রক্ষী- বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে সেখান থেকে ভারতের বালুরঘাট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’

এ ঘটনার তীব্র  প্রতিবাদ করে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রন জানানো হয়েছে। ময়না তদন্ত শেষে দুপুর ১২টার দিকে তারা তার লাশ ফেরত দিতে চেয়েছে।’ নিহত জনি  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

– এসএস মিঠু/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here