ষ্টাফ  রিপোর্টার ::  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বিএনপির সময়ে স্বাক্ষরতার হার কমে যায়। তিনি বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরতার হার ৬৫ দশমিক ৫ ভাগে উন্নীত করেছিলাম। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে স্বাক্ষরতার হার কমিয়ে আবার ৪৫ ভাগে নিয়ে আসে।

আজ মঙ্গলবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে স্বাক্ষরতার হার ৬৫ দশমিক ৫ ভাগে উন্নীত করেছিলাম। বিএনপি ক্ষমতায় আসল। ২০০১ এ ছয় বছরে স্বাক্ষরতার হার কমিয়ে আবার ৪৫ ভাগে নিয়ে আসে। আমরা এ কয় বছর চেষ্টা করে এখন ৭২ ভাগের ওপরে আমাদের স্বাক্ষরতার হার। আমরা বিনা পয়সায় শিক্ষার্থীদের বই দিচ্ছি। পয়লা জানুয়ারি আমরা ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ খানা বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে বিদ্যুতের জন্য হাহাকার ছিল। ১৯৯৬ সালে মাত্র ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিলাম। আজ বাংলাদেশে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করেছি। ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কম্পিউটারের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে কম্পিউটার প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘প্রায় ৪০ হাজার স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিয়েছি। কম্পিউটার ল্যাব করে দিয়েছি, যেন আধুনিক শিক্ষায় আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হতে পারে। যেসব উপজেলায় কোনো স্কুল কলেজ সরকারি নাই, আমরা সরকারি করে দিচ্ছি। প্রতিটি এলাকায় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, যাতে ঘরে বসে উচ্চশিক্ষা পায় আমাদের ছেলেমেয়েরা। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রায় সকলের হাতে একটা না, দুই-তিনটা করে মোবাইল ফোন। আট কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। সমস্ত দেশে ইন্টারনেট সার্ভিস আমরা চালু করেছি। এ সার্ভিস আরো উন্নত করার জন্য আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করব। এ স্যাটেলাইটও নির্মাণ প্রায় শেষ।’

সিলেটে অর্থনৈতিক অঞ্চল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সিলেটে আমরা শ্রীহট্ট বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে দিচ্ছি। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগ হবে, আর এ বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসী বাঙালিরা অগ্রাধিকার পাবে। তাদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আজ আপনারা ঘরে বসে প্রবাসে বসবাসকারী আত্মীয়-স্বজনের সঙ্গে স্কাইপের মাধ্যমে কথা বলতে পারেন, মোবাইল ফোনের মাধ্যমেও পারেন, সে ব্যবস্থা আমরা করে দিয়েছি।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here