মির্জা আব্বাসষ্টাফ রিপোর্টার :: অবাধ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, সেটি না হলে কীভাবে প্রতিরোধ করতে হয় তা ভাববে তার দল। একই সঙ্গে গ্রহণযোগ্য নির্বাচন করতে কী আদায় করতে হয়, সেটিও তারা করবে।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস  বলেন, ‘বিএনপি জনগণের দল, জনগণের প্রতিনিধিত্ব করে। সুতরাং বিএনপির সঙ্গে অবশ্যই সংলাপ করতে সরকার বাধ্য হবে।’

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে গেছে, এ মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘যা শুনছি, দেখছি, গণমাধ্যমে যা আসছে; তার মাধ্যমে বলা যায়, এই দেশ আর নিজের অস্তিত্বে আছে বলে মনে হয় না।’

বিএনপিকে খাদ থেকে টেনে তোলার দায়িত্ব আমার নয় বলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি খাদে পড়েছে, এ কথা আপনাকে কে বললো? বিএনপি খাদে পড়ে নাই, বরং আওয়ামী লীগই খাদে পড়েছে।’

দোয়া মাহফিলে ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানের সঞ্চলনায় দোয়া মাহফিলে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ, হাবিবুর রশীদ হাবিব, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here