বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া দুই দিনের সফরে আগামী ২৭ডিসেম্বর দিনাজপুরে আসছেন। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু বিএনপির চেয়ারপার্সনের এ সফর নিশ্চিত করেছেন। বিএনপির দিনাজপুর জেলা সভাপতি জানান, সরকার বিরোধী আন্দোলনকে বেগবান ও গতিশীল করতে আমাদের (বিএনপি’র) চেয়ারপার্সন ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ২৭ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুরে আসবেন।

ওই দিন বিকেলে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে তিনি তার বাবা ইস্কেন্দার মজুমদার, মাতা তৈয়বা মজুমদার ও বড়বোন সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হক এর কবর জিয়ারত করবেন। সন্ধ্যায় দিনাজপুর সার্কিট হাউজে দিনাজপুর জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবিন্দের সঙ্গে বৈঠক করবেন। পরের দিন ২৮ ডিসেম্বর বুধবার দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে বেগম জিয়া এক জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তার সফরসঙ্গি হিসাবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লেঃ জেনারেল (অবঃ) মাহবুবুর রহমান এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সংকেত চৌধুরী/দিনাজপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here