বিউটি হাসু

পুরুষ

-বিউটি হাসু

পুরুষ, তুমি কেবল শরীর বোঝো
সুন্দর সাজ বোঝো
শাড়ির ভাঁজ বোঝো
দেহের খাঁজ বোঝো
নারীর সরল মন বোঝো না।
হৃদয়ের ক্ষত বোঝো না।

শরম বোঝো
নরম বোঝো
শীত মৌসুমে রাত-বিরাতে
গরম খোঁজো
হৃদয়তলে জখম বোঝো না
মনের অতল ব্যথা বোঝো না।

আকাবাঁকা চলন বোঝো
ডাগর ডাগর নয়ন খোঁজো
মিষ্টি করে বলন বোঝো
সুন্দর দেহের গড়ন খোঁজো
পোড়া মনের জ্বলন বোঝো না
হৃদয়ের অতল খোঁজো না।

স্বাদ বোঝো, গন্ধ বোঝো
মোটা বোঝো, পাতলা বোঝো
ফরসা বোঝো, কালো বোঝো
লম্বা-বেঁটে সবই বোঝো
আরাম-ব্যারাম তা-ও বোঝো
সুন্দর মনের কদর বোঝো না।

ভেজা ভেজা অধর বোঝো
গরম গরম নিঃশ্বাস বোঝো
মন্দ-ভালো সবই বোঝো
হৃদয় কোণে কষ্ট বোঝো না
প্রেমভরা মন বোঝো না
ভালোবেসে হৃদয় খোঁজো না।
শরীর ছাড়া কিচ্ছু বোঝো না!😰

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here