স্টাফ রিপোর্টার :: বাহরাইনের রাজধানী মানামায় বহুতল ভবনধসে চারজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৬ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সকালে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জয়নাল, চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর গ্রামের আবদুল হান্নান, হাজীগঞ্জ উপজেলার জাকির। নিহত অপরজনের নাম আলো মিয়া। তবে তার ঠিকানা পাওয়া যায়নি।
মানামার আল মির্জা সড়কের পাশে নেস্ট সুপার মার্কেট সংলগ্ন তিনতলা বিশিষ্ট একটি ভবনে মঙ্গলবার সন্ধ্যার দিকে ধসের ঘটনা ঘটে। ওই ভবনটিতে অর্ধশত বাংলাদেশি শ্রমিক ছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, দুইতলায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ধসের ঘটনায় বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কেএম মমিনুর রহমান, শ্রমসচিব শেখ তাওহীদুল ইসলাম, জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন, দূতাবাসের কর্মকর্তা আশরাফ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here