প্রতিনিধি :: নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::  বাস্তবে ‘মঙ্গা’ না থাকলেও অবিধানে ‘মঙ্গা’ আছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতা, দুরদর্শিতা আর পরিকল্পনার কারণে মঙ্গা হারিয়ে গেছে ইতিহাস থেকে।

শুক্রবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন তিনি।

জেলা কৃষকলীগের সভাপতি অক্ষ্ময় কুমার রায়ের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ইয়াহিয়া আবীদের সভাপতিত্বে সম্মেলনে সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, জেলা আ’লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ বক্তব্য দেন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে।

মন্ত্রী বলেন, আমরা এক সময় বলতাম, ‘হাত্তিক(হাতি) ঠেলা যায়, কিন্তু কার্তিক ঠেলা যায় না’। সেটা এখন আর নেই। আমরা বলিও না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই শব্দ ইতিহাস থেকে মুছে দিয়েছেন।

কৃষি ও কৃষকের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, কোথায় কতটা ভুর্তুকি দেয়া হচ্ছে সেটা সকলেই জানেন। কত দাম দিয়ে সার কিনে কত দামে বিক্রি করা হচ্ছে।

তিনি সরকারের উন্নয়নের সফলতাগুলো মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছে দেয়ার আহবান জানান কৃষকলীগের সকল নেতা কর্মীকে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here