ঢাকা : বাজার তদারকির অভাবে ইচ্ছামতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করছেন বিক্রেতারা। সিটি করপোরেশন বাজার তদারকির দায়িত্ব যথাযথভাবে পালন করলে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি হতো বলে দাবি করছেন ক্রেতারা। অন্যদিকে, অবরোধের কারণে অনেকটাই ক্রেতাশূন্য রাজধানীর বাজারগুলো।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঢোকার মুখে বড় করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের তালিকা টানিয়ে রাখা আছে। কিন্তু তালিকা থাকলেও পণ্যের দর লেখা নেই।

নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে সিটি করপোরেশন নির্ধারিত মূল্য এখানে লিখে রাখার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন।

গত জুলাই মাসে সিটি করপোরেশনের এ পণ্য তালিকায় সবশেষ মূল্য লেখা হয়েছিল। তাদের এ উদাসীনতার সুযোগ নিচ্ছে বিক্রেতারা।

আবার অনেকে মুল্য তালিকা টানানোর কোনো প্রয়োজনই মনে করছেন না। কারো কারো থাকলেও তা হালনাগাদ করা নেই। আবার অনেকেই এখানে মূল্য লিখছেন নিজেদের ইচ্ছামতো।

এ অবস্থায় অসহায় ক্রেতাদের দাবি, নিয়মিত বাজার তদারকির ব্যবস্থা নেয়া।

অন্যদিকে, দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধের কারণে এর প্রভাব পড়েছে বাজারেও। সবজি ও মাছের বাজারে আরেক দফা দাম বেড়েছে। ফলে অনেকটাই ক্রেতাশূন্য মাছের বাজার। ইচ্ছামতো পণ্যের দাম বাড়ানোর কারণে নাজেহাল হচ্ছেন ক্রেতারা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here