রাঙামাটির বাঘাইছড়িতে কৃষি ব্যাংকের গ্রিল ভেঙ্গে ভিতরে ঢুকে সংরক্ষিত চাবি দিয়ে ভোল্ট খুলে প্রায় ১৫ লাখ টাকা লুট করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। শুক্রবার রাতে এঘটনা ঘটে। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ব্যাংকের ক্যাশিয়ার সনজিৎ চাকমা জানান, তিনি সকালে ব্যাংকে আসলে গ্রিল ভাঙ্গা দেখে ভিতরে ঢুকে ব্যাংকের টাকা রাখার ভোল্ট খোলা দেখতে পেয়ে তিনি ব্যাংকের নাইট গার্ড মোঃ ইলিয়াছকে ডেকে আনেন। এরপর তিনি পুলিশে খবর দিলে পুলিশ এসে ভোল্টের ভিতরে (বৃহস্পতিবারের হিসাব মতে) রক্ষিত চৌদ্দ লক্ষ বাহাত্তর হাজার একশত একুশ টাকা নাই দেখতে পায়। এঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে নাইটগার্ড মোঃ ইলিয়াছকে আটক করে। একপ্রশ্নের জবাবে ক্যাশিয়ার সনজিৎ চাকমা জানান ব্যবস্থাপক সত্য বিকাশ চাকমা রাঙামাটি শহরে অবস্থান করছেন কিন্তু তার কাছে থাকা ভোল্টের চাবিটি তিনি ব্যাংকের ভিতরের আলমারিতে রেখে গেছেন।

এব্যাপারে সত্য বিকাশ চাকমার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।

বাঘাইছড়ি থানার এসআই ওয়াহিদুজ্জামান জানান আমরা ঘটনাস্থলে এস ঘটনা খতিয়ে দেখছি। এব্যাপারে মামলা হবে জানিয়ে তিনি বলেন,ম্যানেজার না আসা পর্যন্ত কোন কিছু বলা যাচ্ছেনা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মানিক/রাঙ্গামাটি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here