মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি :: “সাশ্রয়ী জ্বালানী, সম্মৃদ্ধ আগামী-উন্নত চুলা, উন্নত জীবন” এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে বাগেরহাটে ২০৩০ সালের মধ্যে শতভাগ ক্লিন কুকিং অর্জণে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হাউস হোল্ডিং এনার্জি প্লাট ফরম প্রোগ্রাম ইন বাংলাদেশ এর আয়োজনে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, স্রেডো‘র প্রকল্প পরিচালক সালিমা জাহান।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসেই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য সকল পরিবারকে উন্নত চুলার আওতায় আনা হবে। তবে মুজিববর্ষকে সামনে রেখে সকল সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাকে লক্ষমাত্রা অর্জণের ক্ষেত্রে সহযোগিতার আহবান জানান।এছাড়াও প্রত্যেক গৃহিনীকে রান্নার জন্য উন্নত চুলা ব্যবহারের অনুরোধ করেন তিনি।

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, এ্যাড. পারভীন আহমেদ, বন্ধু চুলার প্রতিনিধি মামুন হাওলাদার প্রমুখ।

বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদও উন্নত চুলা ব্যবহারের উপকারিতা তুলে ধরেন। জেলার সকলকে উন্নত চুলা ব্যবহারের আহবান জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here