স্টাফ রিপোর্টার:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে জো বাইডেনের আমন্ত্রণপত্র নিয়ে আজ ঢাকায় আসছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

শুক্রবার (৯ এপ্রিল) একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ এই দূত।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত লিডার্স সামিট অন ক্লাইমেটে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণপত্র তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছে দেবেন। শীর্ষ সম্মেলনটি আগামী ২২ ও ২৩ এপ্রিল ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ৪০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে দিল্লি থেকে মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন জন কেরি। এরপর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবউদ্দীনের সাথে বৈঠক করবেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যাবেন কেরি। ওই সময় তিনি প্রধানমন্ত্রীর হাতে জো বাইডেনের দেওয়া লিডার্স সামিট অন ক্লাইমেটে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র তুলে দেবেন।

কেরির সফরকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, জলবায়ুসংক্রান্ত বাংলাদেশের অগ্রাধিকারে থাকা ইস্যুগুলো আমরা কেরির কাছে তুলে ধরব। এ ব্যাপারে বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে তাকে অবগত করা হবে। আমরা মনে করি, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ-খাওয়ানো এ সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয়। জলবায়ুর পরিবর্তনরোধের ওপর গুরুত্ব দিতে হবে। আর এই সংক্রান্ত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন চায় বাংলাদেশ।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনই জো বাইডেন এই সিদ্ধান্ত পাল্টে দেন। পরবর্তী সময়ে তিনি জলবায়ু বিষয়ে আলোচনার জন্য বিশ্ব নেতৃবৃন্দের একটি সম্মেলন আয়োজনের ঘোষণা দেন।

বাইডেন প্রশাসনের ক্ষমতা নেওয়ার পর জন কেরি বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা। তার সফরে জলবায়ু পরিবর্তন ছাড়াও রোহিঙ্গা সঙ্কটসহ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হতে পারে। ঢাকায় তিনি আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি কূটনীতিকদের সাথেও মতবিনিময় করতে পারেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here