জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি :: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেছেন, বাংলাদেশের পবিত্র মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক পূণ্যভূমি। এখানে সাম্প্রদায়িকতা সৃষ্টির বিষ বাষ্প নিয়ে অনেকেই নানারকম খেলা করেছেন, কিন্তু কেউ তাদের অভিষ্ট লক্ষ্যে পৌছাতে পারেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ কাধে কাধ মিলিয়ে ১৯৭১ সালে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল। অতি সম্প্রতি রংপুরের ঠাকুরপাড়ায় একটি কুচক্রি মহল সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে রাতের আধারে আগুন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি কুট কৌশল নিয়ে হামলা চালিয়েছিল, কিন্তু স্থাণীয় প্রশাসন ও আওয়ামীলীগ নেতাকর্মীদের কঠোর অবস্থানের কারনে সে ঘটনা বেশীদুর গড়াতে পারেনি।

তিনি সোমবার যশোরের কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের বিজয়া পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেশবপুর শাখার সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক পংকজ দেবনাথ এমপি, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার কুন্ডু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ সরদার, চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, যশোর জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি নন্দদুলাল বসু প্রমুখ।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সচিব (উপ-সচিব) মঞ্জুরুল হাফিজ, নেয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাস শাস্ত, পিআরও মাসুমবিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, সোহরাব হোসেন, সহকাবি কমিশনার ভুমি কবীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, প্যানেল মেয়র শহিদুজ্জামান শহিদ প্রমুখ ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here