ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: সময়টা খুব ভালোই উপভোগ করছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরপর দুই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়ে সুপার টুয়েলভে উঠে গেলো বাংলাদেশ।

প্রথমে ব্যাট হাতে ৪৬ রান ও পরে বোলিংয়ে ৯ রানে ৪ উইকেট নিয়ে আবারও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার নবম ম্যাচসেরা পুরস্কার। তিন ফরম্যাট মিলে এ নিয়ে ৩৮তমবারের মতো ম্যাচসেরা নির্বাচিত হলেন সাকিব।

উল্লেখযোগ্য বিষয় হলো, আইসিসি ইভেন্টে এ নিয়ে বাংলাদেশের সবশেষ ছয়টি জয়েই ম্যাচসেরা হলেন সাকিব। যার প্রথমটি ছিল ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। পরে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনটি ও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচসেরা হলেন দুই ম্যাচে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here